About Us / Introduction

কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুড়িগ্রাম

পটভূমি

সঠিক শিক্ষাগ্রহণ করা সবার মৌলিক চাহিদার মধ্যে অন্যতম | ইহা সাবর্জনীন ভাবে স্বীকৃত যে, সঠিক ও প্রয়োজনীয় শিক্ষা ব্যতীত কোন জাতি অগ্রগতি সাধন করতে এবং শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারে না | সঠিক ও প্রয়োজনীয় শিক্ষার মাধ্যমেই উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং এশিয়া মহাদেশের মধ্যে শুধুমাত্র জাপানে সার্বিক উন্নতি সম্ভব হয়েছে | এ মহাদেশগুলির নেতৃত্ব এবং উপরোল্লিখিত দেশগুলিও শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রেই উন্নতি নয় বরং সর্বপরি জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সফলতা অর্জন করেছে | সুতরাং শিক্ষা সকলের জন্য অপরিহার্য .। তাই ২০০৫ সালের শেষের দিকে শিক্ষাক্ষেত্রে অনগ্রসর কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের  মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে  ও একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষে জেলাপ্রশাসক জনাব মোঃ আজিজার রহমান মোল্যা’র ঐকান্তিক প্রচেষ্টায়  এবং কিছু আগ্রহী গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় একটি বিশেষ ধরণের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার প্রয়োজন অনুভব করে যা এ এলাকার জনগণের শিক্ষা অর্জনের উদ্দেশ্য সাধন করবে | | এরই ধারাবাহিকতায়  ২৮-০৮-২০০৫ সালে  ‘’কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল’’  নামে প্রতিষ্ঠানটি আত্নপ্রকাশ করে | কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল  ,কুড়িগ্রাম জেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যা সরাসরি জেলাপ্রশাসন, কুড়িগ্রাম কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত | পরবর্তীতে ২০১২ সালে জেলাপ্রশাসক জনাব মোঃ হাবিবুর রহমান  প্রতিষ্ঠানকে কলেজ শাখায় উন্নীত করেন এবং এ বছরই প্রাথমিক শাখার কার্যক্রম শুরু করেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমিক শাখাটি ২০১৯ সালে এমপিওভুক্তি লাভ করে এবং কলেজ শাখাটি এমপিওভুক্তির প্রক্রিয়াধীন | প্রশাসনিক উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠানটি সম্পুর্ন ডিজিটালাইজড এবং আভ্যন্তরীন নিরাপত্তার জন্য ৪৪ টি সিসি ক্যামেরা  স্থাপন করা হয়েছে|

 

প্রতিষ্ঠানের অবস্থান

কুড়্গ্রাম জেলা শহরের প্রানকেন্দ্রে সার্কিট হাউজ সংলগ্ন ৪ (চার) একর জমির উপর  প্রতিষ্ঠানটি অবস্থিত | শহরের কোলাহলমুক্ত নির্জন লেখাপড়া করার উপযুক্ত পরিবেশে অবস্থিত । প্রথম প্রধান শিক্ষক ছিলেন জনাব বাদল চন্দ্র মোহন্ত , পরবর্তীতে প্রতিষ্ঠানটি কলেজ শাখায় উন্নীত হলে তিনি অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন।  তিনি ২০১৩ সালে অকাল মৃত্যবরন করেন। পরবর্তীতে ২০১৪ সালে জনাব মোঃ হারুন –অর-রশীদ অধ্যক্ষ পদে নিয়োগ লাভ করেন। 

অবকাঠামো

২০০৫  সালের শেষ দিকে প্রতিষ্ঠান টিনশেড ভবন এবং একটি তিনতলা ভিত বিশিষ্ঠ ভবনের একতলা ভবন নিয়ে ক্লাশের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে তৃতীয় তলার কাজ সম্পুর্ন হয় ২০১৬ সালে আরও একটি টিনশেড ভবন নির্মান করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চারতলা আর একটি ভবন নির্মান করা হয়েছে | অভিভাবক ছাউনী ও ছাত্র/ছাত্রীদের জন্য একটি ক্যান্টিন আছে | অধিকন্তু প্রতিষ্ঠানের সুরক্ষার জন্য উঁচু একটি সীমানা প্রাচীর আছে | ক্যাম্পাসে একটি সুন্দর মসজিদ আছে |  সততা স্টোর, কাব স্কাউট, স্কাউট ,রোভার স্কাউট কার্যক্রম, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, বিজ্ঞান ক্লাব, ডিবেট ক্লাব, সততা সংঘ , সহ বিভিন্ন সহঃশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

 

গ্রন্থাগার এবং গবেষণাগার

কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বংবন্ধু কর্নার এবং একটি উন্নত ও আধুনিক লাইব্রেরি  নির্মানাধীন।   

 

সিলেবাস

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের একটি সহযোগী সংগঠন জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ড, ঢাকা কর্তৃক প্রদত্ত পাঠ্যসূচী এই প্রতিষ্ঠানে অনুসরণ করা হয়| বাংলাদেশে প্রচলিত পদ্ধতি অনুযায়ী নার্সারী ও কিন্ডারগার্টেন শ্রেণীর পাঠ্যসূচী প্রস্তুত করা হয়| এ প্রতিষ্ঠানে শিক্ষার মাধ্যম বাংলা|

 

ভর্তি প্রক্রিয়া

ভর্তি প্রক্রিয়ার দুটি উপায় আছে-একটি হচ্ছে উত্তীর্ণের মাধ্যমে এবং অন্যটি ভর্তি পরীক্ষার মাধ্যমে| প্রথম প্রক্রিয়াটি নিয়মিত ছাত্র-ছাত্রীদের জন্য যারা তিন পর্ব পরীক্ষায় গড় নম্বরের ভিত্তিতে উচ্চতর শ্রেণীতে উত্তীর্ন হয় | অপর প্রক্রিয়াটি নতুন ছাত্র-ছাত্রীদের জন্য যারা বিভিন্ন শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক | ভর্তি পরীক্ষার মেধা তালিকার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের শ্রেণীর শূণ্য আসনে ভর্তি করা হয়|

 

প্রতিষ্ঠানের গুনগতমান

প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান সন্তোষজনক এবং সম্মানজনক| প্রাইমারী স্কুল সার্টিফিকেট এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা প্রতিবছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার কর্তৃক অনুষ্ঠিত হয়| পঞ্চম ও অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীবৃন্দ যথাক্রমে এই পরীক্ষাগুলিতে অংশগ্রহন করে এবং প্রতিবছর বেশ কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়ে থাকে| উপরস্তু  ছাত্র-ছাত্রীরা পিইসি ,জে এস সি ,মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শতভাগ সফলতা অর্জন করে| এইচ এস সি পরীক্ষায় পাশের হার সন্তোষজনক।  

 

 

 

উপসংহার

জেলা প্রশাসন , কুড়িগ্রাম  অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কুড়িগ্রাম কালেক্টরেটস্কুল এন্ড কলেজকে রংপুর বিভাগে  তথা দেশের উত্তাঞ্চলের মধ্যে একটি স্বনামধন্য এবং সুপরিচিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য । তারা সব সময় প্রতিষ্ঠানিক এবং প্রশাসনিক দিকে নজরদারী করেন ছাত্র-ছাত্রীদের কল্যাণের জন্য যাতে তারা ভাল ফলাফল করতে পারে | যদি এটি এভাবে চলতে থাকে তাহলে নিশ্চিত ভাবে কুড়িগ্রাম কালেক্টরেটস্কুল এন্ড কলেজ বাংলাদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হবে |

 

 

Copyright reserved 2024

Developed by Soft Asia